ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার পর বার্তা ইয়েমেনের,গাজার ‘মুজাহিদিনদের স্যালুট’
- By Jamini Roy --
- 22 December, 2024
ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে নতুন অভিযানে ইয়েমেনের সামরিক বাহিনী তেল আবিবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। শনিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই দাবি করেন। তিনি জানান, ‘প্যালেস্টাইন ২’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ইসরাইলি সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা পাশ কাটিয়ে তেল আবিবে সফলভাবে আঘাত হানে।
ব্রিগেডিয়ার সারি আরও জানান, ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিবের অধিকৃত জাফা এলাকায় ইসরাইলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করেছে এবং এটি ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি নিপীড়ন এবং গাজার পরিস্থিতির বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া হিসেবে ছিল।
সারি বলেন, "এই হামলা আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ এবং গাজায় গণহত্যার প্রতিরোধে একটি শক্তিশালী পদক্ষেপ।"
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই পদক্ষেপ ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনি জনগণের প্রতিরোধের অংশ। সারি ইয়েমেনের সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, "ইয়েমেনি সেনাবাহিনী গাজার মুজাহিদিনদের প্রতি সম্মান জানাচ্ছে এবং ইসরাইলি শত্রুদের বিরুদ্ধে তাদের চলমান বীরত্বপূর্ণ অভিযানকে স্যালুট করছে।"
এদিকে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ তেল আবিবে অন্তত ১৬ জন বসতি স্থাপনকারী আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের জরুরি পরিষেবা বিভাগ। এ ঘটনায় ইসরাইলি সামরিক বাহিনী গোলা আটকাতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছে।
এ হামলার পর, ইসরাইলি সামরিক বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করতে শুরু করেছে। ইয়েমেনের ক্ষেপণাস্ত্রের সফল আঘাতে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক বাহিনীর ব্যর্থতার বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।